সিংগাইরে তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ১১:৪২

মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামির্তা ইউনিয়ন যুবদলের উদ্যোগে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার জামির্ত্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জামির্ত্তা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
সিংগাইর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ও জামির্ত্তা ইউনিয়ন যুবদলের সদস্য-সচিব আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি'র সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য-সচিব তুহিনুর রহমান তুহিন, সিংগাইর উপজেলা বিএনপি'র সভাপতি আবিদুর রহমান রোমান ও পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভুইয়া জয় প্রমূখ।
এসময় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিংগাইর উপজেলা বিএনপির সহসভাপতি শেখ আসাদুল্লাহ আজাদ সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক শেখ সাজেদুল আলম স্বাধীন, মাসুদ পারভেজ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, রিপন উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল হোসেন মোকা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক মোনায়েম বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম হোসেন, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জামির্তা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাগর ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহাবুবুর রহমান রনিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম