কাহারোলে ভ্যান চালকদের মধ্যে কম্বল বিতরণ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের কাহারোলে ভ্যান চালকদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ। কাহারোলে ২২ জানুয়ারি বুধবার বিকাল ৫টায় কাহারোল সরকারি ডিগ্রী কলেজ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অধীনে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের আয়োজনে উপজেলার ১শত জন ভ্যান চালকদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন উপস্থিত থেকে ভ্যান চালকদের মধ্যে কম্বল বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার ও কাহারোল সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হাসান আলী । 

যাযাদি/ এম