আলীকদমে করাতকলে মোবাইল কোর্ট, জরিমানা আদায়
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৩

লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি করাতকলকে জরিমানা করেছেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ‘করাত-কল (লাইসেন্স) বিধিমালা-২০১২’ না মেনে বিনা লাইসেন্সে আলীকদমে একাধিক অবৈধ করাত-কলে দিনে-রাতে শত শত ফুট কাঠ চিরাই হচ্ছে। ‘করাত-কল স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে পালনীয় শর্তাদি’র কোনটিরই তোয়াক্কা করছেনা করাত-কল পরিচালনাকারীরা।
উপজেলা নিবাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, করাতলকল বিধামালা ও সড়ক পরিবহন আইনে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিধিমালার ৭ ধারা অনুযায়ী সংরক্ষিত, রক্ষিত, অর্পিত ও অন্য যে কোন ধরণের সরকারী বনভূমি ও আন্তর্জাতিক স্থল সীমানার ১০ কিলোমিটার এর মধ্যে করাতকল স্থাপন করা যায় না। অথচ আলীকদম উপজেলার লাইসেন্সবিহীন করাত-কলসমুহ সরকারী বনভূমির একেবারে কাছাকাছি স্থাপন করা হয়েছে।যা ১০ কিলোমিটারের কম।
তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম জানান, মোবাইল কোর্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে দুইটি করাতকলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। প্রতিটি করাতলকে ৪ হাজার টাকা হারে জরিমানা করা হয়। এসব করাতকলগুলো অবৈধভাবে চলছে।
যাযাদি/ এসএম