হাসিনার দালাল ও খুনিদের বিচার করেই নির্বাচন: উপদেষ্টা মাহফুজ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:৩১

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, হাসিনার দালাল ও খুনিদের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে থাকায় ফ্যাসিস্টদের বিচারের আওতা এনে জাতীয় নির্বাচন দেওয়া হবে।

রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে শনিবার বিকেলে রামগঞ্জ সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপদেষ্টা মাহফুল আলম এই কথা বলেন।

মাহফুজ আলম বলেন, দেশে সেনা শাসন বা ১/১১ আসবে না, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে কর্মসংস্থান করা হবে, শিক্ষিত কেউ থাকলে চাকুরীর ব্যবস্থা করা হবে। গণসংবর্ধনা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত না হওয়া প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ বলেন, আজকের অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত না হলেও আমি তাদের দাবিগুলো শুনেছি। বিএনপির দাবি অনুযায়ী উপজেলাতে গ্যাস লাইন স্থাপন ও মিনি স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, রামগঞ্জে শিক্ষার হার কম, তা বাড়াতে হবে। উপজেলা থেকে মাদক নিমূল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, রামগঞ্জ ও রায়পুর প্রেস ক্লাবসহ শতাধিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মাহফুজ আলমকে গণসংবর্ধনা প্রদান করেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান, লক্ষীপুর জেলা ইশা আমীর মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযুদ্ধা মন্টু,  হিন্দু- বৌদ্ধ - খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপুর্ব কুৃমার সাহা, লক্ষীপুর জেলার জামায়াতের সূরা সদস্য আমিনুল ইসলাম মুকুল, হেফাজত ইসলামির  সভাপতি মাওলানা আজিজুল হক, মডেল ডিগ্রি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, শিক্ষক তসলিম হোসেন, কামাল হোসেন প্রমুখ।

সংবর্ধনা শেষে দরিদ্র পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে।

যাযাদি/ এআর