বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৪ নম্বর গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আশ্রাফুল আলম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব (অব.) ও ১৪ নম্বর গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোস্তাগাউছুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ।

দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আশ্রাফুল আলম খান ও অতিথিবৃন্দ। বিদ্যালয় কর্তৃপক্ষ অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইন্দুরকানী থানা তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমুখ।

যাযাদি/ এআর