ভাঙ্গায় গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৯

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের ভাঙ্গায় ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার  ভাঙ্গা টোল প্লাজা থেকে তাদের  আটক করা হয়।  আটককৃত মাদক কারবারিরা হল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী বাঙ্গাল কান্দা গ্রামের সোহেল শেখ (২৮), জুলহাস মুন্সি (২০)ও রমজান মুন্সী (২২)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট কার্টুনে মোড়ানো  ৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মামলা করেছে। তাদের আজ বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে। 

যাযাদি/ এসএম