মাধবদীতে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্বোধন

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:০১

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নরসিংদীর মাধবদীতে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় ফাউন্ডেশনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ফাউন্ডেশন থেকে অসহায়দের মধ্যে ২৬১ জনের মধ্যে নগদ অর্থ,  ৮টি বেটারী চালিত রিকশা, ২টি বসত ঘর, ৪টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জাকির হোসেন ভূঁইয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নীলা ডাইং এর এমডি শফি উদ্দিন, জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক পরিচালক মোঃ মোক্তাদিন হোসেন ভূইয়া, আব্দুল মোহাইমিন ভূঁইয়া, সাপ্তাহিক জনতার চিন্তার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী প্রমূখ।

উল্লেখ্য মোঃ জাকির হোসেন ভূইয়া একজন দানবীর শিল্পপতি। সেই জায়গা থেকেই মানুষের সহায়তায় এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনটি খাদ্য,  বস্ত্র, বাসস্থান, শিক্ষা, দারিদ্র্য বিমোচন, নারী ও শিশু কল্যান, দাফন-কাফন ও পরিবেশসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

যাযাদি/ এআর