সোনাগাজীতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ 

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

সোনাগাজী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনীর  সোনাগাজী উপজেলার ১ নং চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ায় বৃহস্পতিবার সকালে অপু চন্দ্র কুরি(২৫) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।নিহত যুবক ঐ এলাকার মৃত কান্তি লাল কুড়ির পুত্র। 
  
পুলিশ জানায়, সকালে বাড়ির পেছনে এলাকার লোকজন গাছের সাথে যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়,পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পরিবারের দাবি সে ভবঘুরে ছিল রাতে চোখে একেবারে কম দেখতো (রাতকানা রুগী) পাশাপাশি প্রতিবন্ধী ধরনের ছিল।
বিষয়টি নিয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন্ বিষয়টি নিশ্চিত করে বলেন,ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি প্রকৃত পক্ষে হত্যা না আত্মহত্যা।

যাযাদি/ এম