চামটা ইউনিয়নে আনসার ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৩১

নড়িয়া (শরিয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ যুবসমাজ গঠনের লক্ষ্যে শরিয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১০ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

চামটা ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রশিক্ষণ শুরু হয় গত ১৯ জানুয়ারি এবং সমাপ্ত হয় ৩০ জানুয়ারি। এতে ৪৯ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন, যারা সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, আত্মরক্ষা কৌশল, প্রাথমিক চিকিৎসা, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ লাভ করেন।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল এলাকার যুবসমাজকে দক্ষ, সুশৃঙ্খল এবং সমাজ সচেতন করে গড়ে তোলা, যাতে তারা দুর্যোগ মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

প্রশিক্ষণের শেষ দিনে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুর রহিম মিয়া, উপজেলা প্রশিক্ষক রাজীব দেওয়ান, উপজেলা প্রশিক্ষিকা মমতাজ বেগম, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. সুমন মল্লিক, ইউনিয়ন দলনেতা জালাল উদ্দিন ঢালী, ইউনিয়ন দলনেত্রী রুবি হাওলাদারসহ প্রশিক্ষণার্থীরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুর রহিম মিয়া তার বক্তব্যে বলেন, "এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করেছে। তারা এখন স্থানীয় পর্যায়ে যে কোনো জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। পাশাপাশি, যারা উদ্যোক্তা হতে চান, তারা আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।"

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং বিশেষ কৃতিত্বের জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, এই প্রশিক্ষণ তাদের মনোবল বৃদ্ধি করেছে এবং সমাজের প্রতি দায়িত্ব পালনে উৎসাহিত করেছে। ইউনিয়নবাসীও এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

যাযাদি/ এম