ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর নতুন কমিটি গঠন
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পেশাদার সাংবাদিকদের নিয়ে ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি দৈনিক যুগান্তরের ডামুড্যা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা, সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন ডামুড্যা উপজেলা প্রতিনিধি কালাম সরদার এবং সাংগঠনিক সম্পাদক দৈনিক সমাচার এর উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান সোহেল নির্বাচিত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ডামুড্যা সাংবাদিক ইউনিয়ন এর অস্থায়ী কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় সদস্যের সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খোকন (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি মাসুদ ভুঁইয়া (ডি টাইমস),সহ-সভাপতি সফিকুল ইসলাম ভূইয়া ( দৈনিক সংবাদ মোহনা), যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নাদিম মাহমুদ সেলিম (সময়ের খবর) নির্বাচিত হয়েছে।
উক্ত কমিটিতে বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মতিউর রহমান, কালবেলা জেলা প্রতিনিধি মোঃ মিরাজ সিকদার ও ডিবিসি টেলিভিশন এর জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন ও নাজমুল হাসান সিকদার উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
যাযাদি/ এম