সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯

ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের মঙ্গলকাণ্দি ইউনিয়নের লক্ষীপুর পুরাতন রাস্তার মাথা নামক স্থানে রোববার সকাল ৭টায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, রোববার সকাল ৭টার দিকে লক্ষীপুর তিন রাস্তার মোড়ে বিপরীতদিক থেকে আসা কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় দুটি গাড়ি সড়কের দুইপাশে ছিড়কে পড়ে। ঘটনাস্থলেই সিএনজির ভেতরে থাকার যাত্রীদের একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি দুমড়েমুচড়ে যায়। মূলত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের বাড়ি মঙ্গলকান্দি ইউনিয়নে তার নাম নিজাম উদ্দিন, তার চট্টগ্রামে একটি মুদিমালের দোকান ছিল।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন বিষয়টি নিশ্চিত করেছেন।
যাযাদি/ এসএম