হরিণাকুন্ডে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যর ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ফেব্রুয়ারি)সকাল ১১ঘটিকার সময় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তারুণ্যের ভাবনা ২০২৫ এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজন করেন তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশের শীর্ষক কর্মশালার।এতে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। তারুণ্যর ভাবনায় আগামীর বাংলাদেশ কিভাবে নেতৃত্ব দিবে এই বিষয়ে ছাত্রছাত্রীরা তাদের মতামত উপস্থাপন করেন ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডুর ইউএনও বিএম তারিক উজ জামান ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আব্দুল বারী,উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার আলী, আইসিটি অফিসার মোঃ ওয়াসিকুর রহমান, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সহ কর্মকর্তা সাংবাদিকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম