খানসামায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর ৪ লক্ষ টাকা ছিনতাই
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫

দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর ম্যানেজারকে শ্বাসরোধ করে প্রায় ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের জহরুল হাজীর পুকুরপাড় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী ব্রজেন্দ্র রায় উপজেলার পশ্চিম হাসিমপুর কৈলাশ পাড়ার নগেন্দ্র নাথের ছেলে ও পাকেরহাট বড় মসজিদ রোডের লাবিবা টেলিকম এন্ড খিদমা আতর হাউসে কর্মরত আছেন।
ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, লাবিবা টেলিকম এন্ড খিদমা আতর হাউসের ম্যানেজার রায় ব্রজেন্দ্র প্রতিদিনের মত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১১ টায় বাড়ি ফেরার পথে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের জহরুল হাজীর পুকুরপাড় এলাকায় মুখোশধারী ০৩ জনের একটি ছিনতাইকারী দল শ্বাসরোধ ও প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাগে থাকা দোকানের চার লক্ষ টাকা ছিনতাই করে। পরে তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
ভুক্তভোগী ব্রজেন রায় বলেন, পাকেরহাটে দোকান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় মুখোশধারী ৩ জন পথরোধ করে করে। পরে গলা চেপে ধরে মারধর করে ব্যাগে থাকা প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে যায়। এই অবস্থা নিরুপায় হয়ে গেছি। তাই প্রশাসনের কাছে অনুরোধ করতেছি টাকাগুলো যদি উদ্ধার হলে খুবই উপকৃত হতাম। এই ক্ষতি কাটিয়ে উঠার সামর্থ্য আমার বা পরিবারের নেই।
এবিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, এই ছিনতাইয়ের বিষয়টি জানার পরেই ঘটনাস্থল পরিদর্শন করে রহস্য উন্মোচন ও অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করেছে থানা পুলিশ।
যাযাদি/ এসএম