হরিরামপুরে নবাগত ইউএনও কোহিনুর আক্তারের যোগদান
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন কোহিনুর আক্তার। সোমবার (৩ ফেব্রুয়ারি) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে হরিরামপুরে যোগদান করেন।
নবাগত ইউএনওকে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ।
৩৫ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কোহিনুর আক্তারের নিজ জেলা কিশোরগঞ্জ। হরিরামপুরে যোগদানের আগে তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মুঠোফোনে কোহিনুর আক্তার বলেন, সকলের সহযোগিতায় হরিরামপুর উপজেলাকে আরও সমৃদ্ধ এবং হরিরামপুর উপজেলা প্রশাসনকে আরও জনবান্ধব করে তুলতে চাই।
যাযাদি/ এমএস