ভৈরবে পাগলা কুকুরে কামড়ে নারী শিশুসহ আহত ৩০

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৭

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্য দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার মহাখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

সোমবার বিকাল থেকে  রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর শহরের নারী শিশুসহ ৩০ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে। যারা আহত হয়েছে তারা হলো ফাতেমা (৪২), দীপ (১১), শারিয়া (৭), আঃ রহমান (৬), আসমা (৩৫) মৌসুমি (৯), নারায়ন (৪৫), মুনতাহার (২৭), আদিল (৩০), রহমান (১১), শাহারা বেগম (৫০) আসমা বেগম (৪৮), জান্নাত (৫), সাহেরা বেগম (৮০), ইয়াসিন (১২), তানজিন (১০), বাচ্চু (৫০), মার্জিয়া (১১), রফিয়া (২৭), রাতুল (১৬), মারুফা (১৭), ইশান (১৪), সুইটি (১৬), হোসাইন (৮) ও রাইয়ান (১০)। উল্লেখিতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। অন্যান্যরা স্থানীয় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে স্থানীয়রা জানায়।  

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকালের  পর থেকে রাত ৮ টা  র্যন্ত ভৈরব উপজেলার শিমূলকান্দি, মধ্যচর, গোছামারা, রসুলপুর ও পৌর শহরের চন্ডিবের,  আমলাপাড়া, ভৈরবপুর এলাকায় পাগলা কুকুরে নারী শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। এদিকে বিকেল ৫ টা  থেকে কুকুরের কামড়ে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে ভীঁড় করছেন। 

শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকার বাসিন্দা আকলিমা বেগম সন্ধ্যার দিকে তার ছেলে সারিয়ানকে আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। তিনি জানান, সোমবার সন্ধ্যার দিকে আমার ছেলে বাড়ির পাশে খেলাধুলা শেষ করে সড়ক থেকে বাড়ির ভিতরের প্রবেশ করার সময়ে হঠাৎ করে একটি পাগলা কুকুর আমার ছেলের পায়ে কামড় দেয়।  পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের স্ত্রী আহত হোসাইনের মা রহিমা বেগম বলেন,বাসা থেকে বের হয়ে সড়কে উঠা মাত্রই কামড় দেয় কুকুর।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.উম্মে হাবিবা জুই জানান, সোমবার রাত ৮ টা পর্যন্ত  পর্যন্ত ২৮ জন রোগী কুকুরে কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  আহতদের মধ্য দুজনকে ঢাকার মহাখালী হাসপাতালে চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বাকীরা চিকিৎসা নিয়ে বাসায় চলে যায় বলে তিনি জানান। 

যাযাদি/ এসএম