বেগমগঞ্জে শিক্ষার্থীকে বাস চাপা, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রমজানবিবিতে মাদরাসার শিশু শ্রেনির ছাত্র সায়েদ বিন আনহাজকে চাপা দেয়া বাস চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় চৌমুহনী-মাইজদী সড়কের রমযান বিবি নামক স্থানে এ মানবববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ জানুয়ারি রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা হিমাচল এক্সপ্রেসের বাস স্থাণীয় আল কুরআন মাদরাসার শিশু শ্রেণির ছাত্র সায়েদ বিন আনহাজকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় হাসপাতালে নেয়া সেখানে চিকিৎসাধীন অবস্থায় ‍দুই দিন পর তার মৃত্যু হয়। 

এ মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী বাস চালকে মামুনকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তারা এবং রমজানবিবি বাজার ও  গুরুত্বপুর্ণ সড়তে রাস্তা পারাপারের  জন একটি ফুট ওভার ব্রিজ নির্মান করার দাবিও করেন।  

গত ২৯ জানুয়ারি সড়ক দূর্ঘটনায় নিহত সায়েদ বিন আনহাজের হত্যাকারী ড্রাইভার মামুনের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন, নিহত শিশুর পিতা আবু সায়েদ, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা টি আই সুজন, বিভিন্ন মাদরাসা ও স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষকবৃন্দ, অভিভাবক, সামাজিক সংগঠন সহ আরো অনেকে।

যাযাদি/ এমএস