দিনাজপুর -১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা। ৪ ফেব্রুয়ারী "২৫ মঙ্গলবার বীরগঞ্জ আলিয়া মাদ্রাসা হলরুমে বিকেলে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার রোকনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা শেষে, জাতীয় সংসদ -৬ দিনাজপুর -১( বীরগঞ্জ -কাহারোল) এর সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এম পি) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য, দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি ও তুরাগ থানার আমির মোঃ মতিউর রহমান।
প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরে মোঃ মতিউর রহমান সন্ধ্যায় কাহারোল উপজেলায় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করতে আসলে, কাহারোল উপজেলার নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা শ্রমিক শ্রমিক কল্যাল ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সহ উপজেলার জামায়াতের, যুব সমাজ ও ছাত্র শিবিরের সকল নতা কর্মীগণ।
যাযাদি/ এম