বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে খানসামায় বাইসাইকেল র্যালী
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩

"ভাঙবো নীরবতা, রুখো নারী সহিংসতা" স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্য বিয়ে, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা রোধে কিশোর-কিশোরীদের বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কিশোর-কিশোরীদের আয়োজনে এবং নিজেরা করি সংগঠনের সহযোগিতায় আংগারপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বাইসাইকেল র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক শেষে জমিরউদ্দিন শাহ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় টিশার্ট, মাথায় জাতীয় পতাকা বেঁধে প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ওসি নজমূল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামসুদ্দোহা মুকুল, জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহযোগী অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, গোলাম আজিজ মিঠু, নিজেরা করি ভূমিহীন সংগঠনের কল্যাণী রায় সহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকগণ।
যাাযদি/ এম