রাণীশংকৈলে শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

দীর্ঘ প্রায় ১৮বছর পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শিবদীঘি যাত্রী ছাউনি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় শিবিরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা বাংলাদেশের একটি বিশাল বড় জাতীয় পতাকা মাথায় নিয়ে র্যালিতে অংশগ্রহন করেন।
র্যালি শেষে বন্দর চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, জেলা শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, পৌর জাময়াত সেক্রেটারি মোকাররম হোসাইন, সাবেক জেলা শিবিরের সভাপতি শাহাজালাল জুয়েল।
যাযাদি/ এম