সিরাজদিখানে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরে এফ. আর. কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় এর উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার এ্যাডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিইডস) পরিচারক (অর্থ) মোহাম্মদ ইকবাল হাসান। 

ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ. আর. কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ ফয়সাল পরিচালক মো. রাহাত খানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া পরিচালনা করে মাওলানা মুফতি মাহমুদুল হাসান।

এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা আব্দুল আউয়াল জিহাদী, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, জেলা যুবদল সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, সমাজ সেবক তসলিম উদ্দিন শেখ, মালখানগর ডিগ্রি কলেজ গভর্নিং বডি সাবেক সদস্য মহিউদ্দিন আহমেদ,  মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জামান, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক,

মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিন, মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বয়রাগাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেন্টু মিয়া।

আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুস সামাদ মোড়ল, মালখানগর হাই স্কুলের প্রাক্তন  শিক্ষক হুমায়ুন খান, হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন, মালখানগর চৌরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক রতন বেপারি প্রমুখ।

যাযাদি/ এমএস