আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি : বিএনপি নেতা শরিফুল আলম
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম (সিআইপি) বলেন, আমরা এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য দেশব্যাপী প্রচার-প্রচারণা চলছে। বর্তমান অন্তবর্তীকালীণ সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করার কোনো সুযোগ নেই। দেশ ও দেশের জনগণ অন্তবর্তীকালীণ সরকারকে যথাসময়ে নির্বাচন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার গত সাড়ে ১৫ বছরে নির্বাচনের নামে ডেমো নির্বাচন দিয়ে দেশের মানুষকে কলংকিত করেছে। তাদের দোসররা রাতের বেলায় ভোট দিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকারকে বঞ্চিত করেছে। তিনি আরো বলেন, হাসিনা সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়েও ফাসাতে পারেনি। গত ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকারের প্রধান ও ৩০০ এমপি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তারা এখন লুটপাট করে দেশকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, বিশেষ অতিথি এড. মশিউর রহমান, মোঃ নুরুল মিল্লাত, মোঃ হান্নান মিয়া। জনসভাটির সভাপতিত্ব করেন রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজনু মিয়া।
যাযাদি/ এমএস