আলীকদমে কৃষক দলের সমাবেশ

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে বান্দরবানের আলীকদম উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেল ৩টায় আলীকদম বাজারের প্রথম গলিতে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশ উপলক্ষে উপজেলার চৌমুহনী নামক স্থান থেকে বিশাল র‍্যালী সহকারে সমাবেশ স্থলে যোগ দেন নেতা কর্মিরা। 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আলীকদম উপজেলা শাখা আহ্বায়ক সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও যুবনেতা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক কৃষক দল চট্টগ্রাম বিভাগ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা ইয়াছিনুল হাকিম রিপন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি দৌলত কবির খান সিদ্দিকী, জেলা কৃষক দলের সহ-সভাপতি ওমর ফারুক রাশেদ, জেলা কৃষক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুল আলম সাইদ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল রহমান চৌ: মেহেদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া। 

প্রধান অতিথির বক্তব্য বলেন, দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছেন আমরা এখন স্বৈরাচার মুক্ত, সবাইকে সজাগ থাকতে হবে আর যেন বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচারের জন্ম না হয়। কৃষক ভাইদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। 
বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি বলেন, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, কোনদিনও আমার কৃষকের প্রতি অব-মূল্যায়ন আমি বরদাস্ত করব না। খুব শীঘ্রই ভর্তুকি মূল্যে কৃষি সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হবে।


যাযাদি/ এমএস