বীরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় এক স্কুল ছাত্র নিহত
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১

দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রিতম রায় (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। প্রিতম রায় উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরীহাটগাছ গ্রামের সুকুমার রায়ের ছেলে এবং গোলাপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কে জননী ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় নিজ বাড়ী হতে মটর সাইকেলযোগে পিসাতো ভাই উদয় রায় (১৮)এর মটর সাইকেলে পিসির বাড়ী কাহারোল উপজেলার দশমাইলে যাচ্ছিল। পথে বীরগঞ্জ পৌর শহরের জননী ফিলিং ষ্টেশনের সামনে একটি বালুবাহী ট্রাককে অতিক্রম করার সময় প্রিতম রায় মটরসাইকেল হতে ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়। এসময় বালুবাহী ট্রাকটি তার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রিতম রায় মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বলেন, ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
যাযাদি/ এমএস