কচুয়া তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত   

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চাঁদপুরের কচুয়া উপজেলা সমাজসেবা কতৃক বাস্তবায়িত পল্লী  সমাজসেবা কার্যক্রম (RSS),পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (RMC),দগ্ধ ও প্রতিবন্ধীদের পুর্নবাসন কার্যক্রমের তরুণ -তরুনীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কড়ইয়া মনগাজী প্রধানীয়া বাড়িতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নজরুল ইসলাম, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হেলাল উদ্দিন চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার কচুয়া, পরিচালনা ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার  নাহিদ ইসলাম।  

এছাড়াও উপস্থিত ছিলেন, কড়ইয়া ৫নং ওয়ার্ডের সমাজসেবা ক্ষুদ্র ঋন সভাপতি মানিক হোসেন মুরাদ, মসজিদ মাদ্রাসা সভাপতি মোঃ দিদারুল আলম, সাধারণ সম্পাদক খতিব মাঃ আবু হানিফ,টিএনটি অফিসার মোঃ আবু হানিফ প্রমুখ।

যাযাদি/ এম