সরাইলে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালত মাধ্যমে  অভিযান পরিচালনা করে শানু ব্রিক্স নামে অবৈধ ইটভাটার কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে না পারায় শানু ব্রিক্স কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটায় পানি ছিটিয়ে ভাটার আগুন নিবানো হয়েছে। 

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযোগ দাখিলের নিমিত্তে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় জরিমানা করা হয়েছে। 

যাযাদি/ এমএস