গাজীপুরে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন
প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৪

গাজীপুর সদর উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান এর বসত বাড়িতে দূর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুলে কাজের ছেলের পড়নে থাকা জামাপ্যান্ট ও কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়ন বি কে বাড়ী এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ এর বাড়িতে রাত আনুমানিক আড়াইটার দিকে আগুন দেয়ার ঘটনা ঘটে।
প্রয়াত আব্দুল লতিফ বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন।
ঘড়ে থাকা কাজের ছেলে রবিন জানান, প্রতিদিনের মত আমার ঘড়ে কম্বল গায় দিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ রাত আড়াইটার সময় দেখি আমার শরীরে এবং আশে পাশে আগুন জলছে। তখন আমার গায়ে থাকা জামাপ্যান্ট খুলে কোনমতে বাহিরে বের হই এবং ডাক চিৎকার শুরু করি। আমার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করে।
চেয়ারম্যান এর পূত্রবধু জানান, আমি আমাদের ঘড়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনতে পাই আমাদের কাজের ছেলে রবিন চিল্লাচিল্লি করছে। বাহিরে বেরিয়ে দেখি আমাদের মাটির ঘড়ে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়, কিন্তু তারা আসার পূর্বেই এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে যে ভাবে আগুন লেগেছে তা দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছা কৃত ভাবেই আগুন দিয়েছে।
চেয়ারম্যানের মেয়ে শিউলি আক্তার বলেন, আমার পিতা এক সময় এই ঘড়ে থাকতেন। তিনি মারা যাওয়ার পরে এই ঘড়ে এখন কাজের ছেলে থাকে। এই ঘড়টিতে যে ভাবে আগুনে জলেছে তা দেখে আমরা ধারণা করছি কেউ প্রতিহিংসা পরায়ন হয়েই আমাদের বাড়িতে আগুন দিয়েছে। কারণ, আমাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।
তিনি আরও বলেন, যদি তাই না হতো তাহলে এভাবে বিভিন্ন যায়গায় আগুন লাগত না। এছাড়ও অন্য এক ঘড়ের বারান্দায় ত্রিফল দিয়ে ঢেকে রাখা রড ছিল সেখানেও আগুন আসলো কি ভাবে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবী জানাচ্ছি।
রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিবুল ইসলাম জানান, রাতে বি কে বাড়ী এলাকায় আগুন লাগার খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তবে আমরা কোন কাজ করিনি, স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।
যাযাদি/ এমএস