কাহারোল বাজার জলাবদ্ধতা হতে মুক্তি পেতে যাচ্ছে

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৯

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

 দিনাপুরের কাহারোলে জোরেসোরে চলছে রাস্তা নির্মাণের কাজ। দীর্ঘদিন পর হলেও কাহারোল বাজারের প্রাণকেন্দ্র হতে জলাবদ্ধতা নিষ্কাশন হতে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ এর প্রচেষ্টায় জি,ও,বি ম্যান্টেনেন্স প্রকল্প হইতে এই রাস্তার কাজের বরাদ্দ প্রদান করেন। 

সেই বরাদ্দ হতেই চলছে রাস্তার কাজ। স্থানীয় প্রকোশলী অফিস সুত্রে জানা যায় , ১কোটি ৮৬লক্ষ টাকা ব্যায়ে চলছে কাহারোল বাজার আমতলা মোড় হতে টিএন্ডটি রোড পর্যন্ত ২৮০মিটার আরসিসি রাস্তার কাজ এবং অপরদিকে ১কোটি ৩লক্ষ টাকা ব্যায়ে চলছে রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজ ও টিএন্ডটি মোড় হতে চলছে তরলা বাজার পর্যন্ত ২৫০০মিটার সিলকোট কার্পেটিং রাস্তার নির্মাণের কাজ । 

এই রাস্তাটি হলে কাহারোল বাজারে আর জলাবদ্ধতা থাকবে না। বিগত দিনে বৃষ্টি হলেই আমতলা মোড়ে হাটু বরাবর জলাবদ্ধতা লেগে থাকত। জলাবদ্ধতার কারণে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল ও সাধারণ পথচারীর চলাচলে বিপদের সম্মুখীন হতো। সেই জলাবদ্ধতা হতে নিরসন পাওয়ায় উপজেলা প্রসাশনকে কৃজ্ঞতা জানায় কাহারোলবাসী । টেকসই রাস্তা নির্মাণের কাজে তদারকি করছেন, উপজেলা প্রকোশলী মোঃ ফিরোজ আহমেদ।

যাযাদি/ এম