মহাসড়ক উন্নীতকরণের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২০

মাধবদী ও বাবুরহাট দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় ল্যানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। দাবী না মানলে আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা। মাধবদী বাঁচাও, বাবুরহাট বাঁচাও।
বাইপাস মানি না, মানবো না। মাধবদী ও বাবুরহাটকে ধ্বংসের নীল নকশার বিরুদ্ধে মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায় এমানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে জানানো হয়, আগামী ৫ দিনের মধ্যে সরকার যদি আমাদের সাথে আলোচনায় বসতে রাজি না হয় তাহলে আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক অচল করার ঘোষণা দেন।
দেড় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু ছালেহ চৌধুরীর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, আব্দুল বাতেন শাহিন, আনোয়ার হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মকবুল হোসেন, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, কাজী ইয়াকুব, আব্দুল লতিফ, হাবিবুর রহমান, সোলাইমান ভূইয়া, আজহারুল ইসলাম, নজরুল ইসলাম সানি, এহতেশামুল হক মাসুম, নুরুল হক, দুলাল ভান্ডারি, খন্দকার মাহাবুব, মাহবুবুল আলম, মোতালিব মিয়া সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক এলাকাবাসী।
উল্লেখযোগ্য যে গত সরকারের আমলে মাধবদী-বাবুরহাটকে বাদ দিয়ে আড়াই হাজার থানার পুরিন্দার শিমুলতলা থেকে নরসিংদীর বাগহাটা পর্যন্ত বাইপাসের উদ্যোগ নিলে মাধবদী অঞ্চলের জনগণ প্রতিবাদ করে।
নরসিংদী জেলা প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু কোনো রকম কর্ণপাত না করে মাধবদী-বাবুরহাটকে বাদ দিয়ে বাইপাস সড়ক বাস্তবায়ন শুরু করলে আবারও মাধবদী অঞ্চলের জনগণ প্রতিবাদ শুরু করে। তারই ধারাবাহিকতায় মাধবদীতে চলছে বাইপাস বন্ধের আন্দোলন।
যাযাদি/ এমএস