ধনবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী নির্বাচন

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

২০২৪-২৫ অর্থবছরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্তৃক বাস্তবায়িত অতিরিক্ত বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্বাচনে এই প্রথম উন্মুক্ত পদ্ধতিতে যাছাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) সকালে ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি’র বক্তব্য দেন-ধনবাড়ী উপজো নির্বাহী অফিসার ও ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আবু সাঈদ।

এসময় ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আজারুল ইসলাম, ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনবাড়ী উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাই টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, 

উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম, ধোপাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান,খন্দকার আমির হোসেন,ও ইউপি সদস্যা আকলিমা বেগম ও সকল ইউপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস