কচুয়ায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০

"যারা যোগায় ক্ষুধার অন্ন,আমরা আছি তাদের জন্য" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ১৪ই ফেব্রুয়ারি সকালে উপজেলার আড়িয়ামর্দন এলাকায় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)এর বাস্তবায়নে (৪.৫ কিঃমিঃ) খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বিজয় কুমার জোয়ার্দার,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উপসহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ খান সুমন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
এদিকে আড়িয়ামর্দন থেকে বারুইখালী পর্যন্ত (৪.৫) কিলোমিটার খাল খননে ঠিকাদার প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে এস জামান।প্রথম পর্যায়ে ৩ কিলোমিটার খাল খননে বরাদ্দ রয়েছে ৪০ লাখ টাকা,২য় পর্যাযে বাকি (১.৫)কিলোমিটার খাল খননের বরাদ্দ (বিএডিসিতে)অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে(বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)) কর্তৃপক্ষ জানান।
যাযাদি/এস