রামগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৩

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার কেথুড়ি গ্রামে চিহিৃত দুস্কৃতিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে হামলা শিকার হয়েছেন আরেক ব্যবসায়ী শরীফের উপর সন্ত্রাসী হামলা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষ অবস্থায় গ্রামবাসী শরীফকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে।

সুত্রে জানায়,উপজেলার কেথুড়ি গ্রামের চিহিৃত দুস্কৃতিকারী পারভেজ হোসেন গং ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার রাতে ভাংগারী ব্যবসায়ী কবিরকে নিমর্মভাবে পিটিয়ে ও কপিয়ে জখম করে। সৃষ্ট ঘটনায় বুধবার ১২ ফেব্রæয়ারি গ্রামবাসী একত্রি হয়ে পারবেজ গংদের গ্রেফতার জানিয়ে প্রতিবাদ সভা করে। 

গ্রামবাসীর প্রতিবাদ সভায় স্থায়ী সেনাক্যাম্পের নজরে আসছে সেনা বাহিনীর টিম অভিযান চালিয়ে পারবেজকে রাতেই আটক করে। এরি সুত্র করে পারবেজ গ্রæপের লোকজন ক্ষীপ্ত হয়ে প্রতিবাদকারী ইটভাংগার ব্যবসায়ী শরীফকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টারদিকে শরতী বাড়ির সামনে ধরে এলোপাতাড়ি মারধর করে মৃত ভেবে রাস্তার পাশে ফেরে রাখে। 

হাসপাতালে চিকিৎসাধীন শরীফ সাংবাদিকদের বলেন,এলাকার চিহিৃত দুস্কৃতিকারী স্বপন,ফারুক,হোসেন মেম্বারসহ ৮/৯জনের গ্রæপ হকস্টিক,লোহার রড় দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। শুক্রবার ১৪ ফেব্রæয়ারী রাতে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৪জনের বিরুদ্ধে থানা এজাহার দায়ের করেছি। এব্যাপারে জানতে বার বার যোগাযোগ করেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

যাযাদি/ এমএস