রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ ৬ পরিবারকে সম্মাননা
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮

লক্ষীপুরের রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে শনিবার দুপুরে ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যান পরিষদের উদ্যোগে এবং স্মার্ট টেকনোজলী ফাউন্ডেশনের সহযোগীতা জুলাই বিপ্লবে শহীদ ৬পরিবারকে সম্মান প্রদান করা হয়।
রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ জিয়াউল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সাহা, রামগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার দেবব্রত দাশসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
"বিপ্লবে সংকটে তরুণ্য—শহীদের স্মৃতি সতেজ রাখুন,স্বেচ্ছাসেবায় জাগুক জীবনের স্পন্দন"এ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ কাউছার হোসেন,শহীদ আনোয়ার হোসেন,শহীদ রিপন হোসেন,শহীদ শামসুল ইসলাম,শহীদ রাকিব হোসেন,শহীদ মোস্তফা জামাল রাজু এর পরিবারের হাতে টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
যাযাদি/ এমএস