নানিয়ারচরে গ্রামিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩

রাঙ্গামাটি নানিয়ারচর বুড়িঘাটে ‘গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ’ শুরু হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) নানিয়ারচর উপজেলার বুড়িঘাট পুনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১০ দিন মেয়াদী এ প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ (পিভিএমএস)। আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, প্রশিক্ষিকা সুখু বড়ুয়া, উপজেলা প্লাটুন কমান্ডার মো: আব্দুল আজিজ, বুড়িঘাট ইউনিয়ন দলনেত্রী রিজিয়া বেগম, ১৬নং হিল ভিডিপি প্লাটুন কমান্ডার মো: নুরুল হক, ১৪নং হিল ভিডিপি প্লাটুন কমান্ডার মিন্টু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। উপস্থিত কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণে আমরা , নিরাপত্তা কি, আর্থ-সামাজিক উন্নয়নে আমাদের ভুমিকা, দেশের দুর্যোগকালীন সময়ে আমাদের করণীয়, সময়োপযোগী বিভিন্ন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করা, সর্বপরি কিভাবে একজন আদর্শবান মানুষ, একজন দায়িত্বশীল নাগরিক হতে পারি ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ থাকছে।
প্রধান অতিথি বলেন আমাদের রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট চৌকশ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ শেষে স্বীকৃতিস্বরুপ পুরস্কার বিতরণ করবেন । সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র দেওয়া হবে। প্রশিক্ষণের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ করা হবে, সকল তরুণ ভিডিপি প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবার মহানব্রত নিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আশা করি।
যাযাদি/ এসএম