হরিণাকুণ্ডে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ 

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৪

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের সচেতনতায় নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং সহ শারীরিক ও মানুষিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন অতিথিরা। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থা সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে দিনব‍্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে উপজেেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এ সময় আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল হক টিটো এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানা প্রতিনিধি এসআই কে এম সাদ্দাম হোসেন, কোর্স পরিচালক হরিণাকুন্ডু উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। সঞ্চালনা করেন অত্র বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরুল কায়েস সহ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম