কচুয়ায় উপকারভোগীদের নিয়ে গ্রাজুয়েশন কর্মসূচি
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩১

কচুয়ায় এপির আয়োজনে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় কচুয়া উপজেলা অডিটোরিয়ামে কচুয়া এপি ম্যানেজর এলিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আলী,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী।
এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রাকিবুল হাসান,কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার, লিপি পান্ডে, রোজনিল নুপুর ঘরামী সহ কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী পরিবারের সদস্যরা।
যাযাদি/ এসএম