গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবীতে মানববন্ধন
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩

গাজীপুর ডিজিটাল বিশ্বদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্বদ্যালয় নাম করে দ্রুত অধ্যাদেশ জারি করার দাবীতে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ইউনিভার্সিটি সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।
বিডিইউ দেশের ৪১ তম পাবলিক এবং দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল ইউনিভার্সিটি। চতুর্থ শিল্প বিপ্লবের গন্ডি পেরিয়ে পরবর্তী শিল্প বিপ্লবে যুগে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি সরকারের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগের এবং সকল সাধারন শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি" বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য অধ্যাদেশ প্রস্তুত করা হচ্ছে।
প্রস্তাবিত নতুন নাম “বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি” হলেও, এখন পর্যন্ত অধ্যাদেশ জারির বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ১৩ ফেব্রুয়ারী "গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি" নাম গ্যাজেট আকারে প্রকাশ পায় । বক্তারা দাবি করেন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম দেশের নামে রাখা যুক্তিযুক্ত। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি এবং উন্নত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে মহতী উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত, সেই উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা রাখতে "বাংলাদেশ" শব্দটি অন্তর্ভুক্ত রাখা জরুরি। আমাদের দাবি, “বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি” নামটি আস্থা এবং জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।
বর্তমানে‘বাংলাদেশ’ শব্দটি বাদ দেওয়া হয়েছে , এজন্য শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি এবং ক্ষোভ সৃষ্টি হয় ।
শিক্ষার্থীদের এই দাবি যথাযথ বিবেচনা করে সরকার যেন দ্রুত একটি সুষ্ঠু সিদ্ধান্ত নেয় এবং প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নাম "বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি" করায়, তা নিশ্চিত করার জন্য এ মানবন্ধনের আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন ইডিটি বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সোহেদুজ্জামান বসুনিয়া ইডিটিই বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী তানজিম আলম তাসিন, একই বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ইমরাতুল ইসলাম জিহান, একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মুহাইমিনুল ইসলাম নয়ন, আইওটি এন্ড রোবোটিক্স বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী তাসবির আহমেদসহ অন্যান্যরা।
যাযাদি/ এমএস