শার্শায় ফেনসিডিলসহ আটক ১

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭

শার্শা(যশোর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ৪০ বোতল ফেনসিডিল সহ রাহুল হোসেন(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বাগআঁচড়া বাগুড়ী এলাকা থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক রাহুল কলারোয়া উপজেলার হিজলদী গ্রামের সৈয়দ আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে,শার্শা থানার এসআই সোহানুর রহমান ও এএসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী সুইচ গেট রোডে আহলে হাদিস মসজিদ সামনে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।যার সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এমএস