খুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোনের আসক্তি কমিয়ে খেলাধুলামুখী করতে মানিকগঞ্জের সিংগাইরে দুটি স্কুলের খুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীকেট সামগ্রী বিতরণ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম গোল্লা। দ্যা প্লাসটিসিটির (Plasticity) ব্যবস্থাপনা ও অর্থায়নে (মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুল ও জয়মন্টপ জেনিথ কিন্ডারগার্টেনের খুদে শিক্ষার্থীদের হাতে এই ক্রীকেট সামগ্রী তুলেদেন তিনি।

এ উপলক্ষ্যে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম গোল্লা।

সিংগাইরে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে জাভেদ ওমর বলেন, সমাজের একজন অসহায় দুস্থ শিক্ষার্থীও খেলতে চায়। কিন্তু আর্থিক কারণে অনেক সময় হয়ে উঠে না। ওদের মেধা বিকাশের জন্য সামান্য খেলার সামগ্রীই যথেষ্ট। এখন বাবা-মা তাদের সন্তানদের মোবাইল দিয়ে বসিয়ে দেয়। ছোট্ট শিশুদের মোবাইল আসক্তি থেকে বের করতে খেলাধুলামুখী করতে হবে।  এটা করতে পারলে খুদে শিক্ষার্থীদের মেধা বিকাশ হবে। এ উদ্দেশ্যে পর্যায়ক্রমে সিংগাইর উপজেলাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীকেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা "The Plasticity" কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান, ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন ও জয়মন্টপ জেনিথ কিন্ডারগার্টেনের পরিচালক আমিনুল ইসলাম খোকন প্রমূখ।

পরে ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুল ও জয়মন্টপ জেনিথ কিন্ডারগার্টেনের খুদে শিক্ষার্থীদের হাতে ক্রীকেট সামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়া গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে একটি অভিজাত হোটেলে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের উপস্থিতে ঢাকার একটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করেন তারা।

এসময় সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, সাংবাদিক কহিনুর ইসলাম, মোঃ রকিবুল হাসান বিশ্বাস ও ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস