গোদাগাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত হলেন- গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আনিকুল ইসলাম (৪০)।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি ঢাকার কোচ সাইকেলে থাকা এই ব্যক্তিকে ধাক্কা দেয়। এসমং সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। 

যাযাদি/ এসএম