রামগঞ্জের গুলিবিদ্ধ ডাকাত সর্দার রায়পুরে গ্রেপ্তার

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

লক্ষীপুরের রামগঞ্জ পুলিশের তালিকাভুক্ত ১৩টি মামলার পলাতক আসামী রফিকুল ইসলাম প্রকাশ রবিন (৩১)-কে মঙ্গলবার বিকেল ৫টার দিকে রায়পুর ও ফরিদগঞ্জ সড়কের রাখালিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারে এসময় পুলিশ এক রাউন্ড গুলি ছোঁড়লে রবিন গুলিবিদ্ধ হয়।

পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় রফিকুল ইসলাম প্রকাশ রবিন রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে।

সুত্রে জানায়, মঙ্গলবার বিকাল প্রায় ৫টায় রায়পুর উপজেলার রাখালিয়া বাজারের অদূরে একটি দোকানে ডাকাত রবিনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কোমর থেকে পিস্তল বের করে গুলি করার চেষ্টা করে।

বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে উদ্দ্যেশ্য করে শটগান দিয়ে এক রাউন্ড গুলি করলে সে আহত হয়ে মাটিতে লুটে পড়ে। মুহুতের মধ্যে তাকে গ্রেফতার করে দেহে তল্লাসি চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, গ্রেফতার হওয়ায় রবিনের বিরুদ্ধে বিগত বছরগুলোতে অস্ত্র, খুন, ডাকাতি, দস্যুতা, অপহরণ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, চাঁদাবাজি ও অন্যান্য ধারার ১৩ মামলা রয়েছে। উক্ত মামলার আসামী হয়ে সে পলাতক রয়েছে।

যাযাদি/ এসএম