আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসে শিক্ষা সহায়তা ও রেফ্রিজারেটর বিতরণ 

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বান্দরবানের আলীকদম উপজেলার ম্রো কল্যাণ ছাত্রাবাসে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার সরঞ্জাম, চিকিৎসা সহায়তা এবং ফ্রিজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের ব্যবস্থাপনায় ও ৬৯ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার। 

অনুষ্ঠানে ম্রো কল্যাণ ছাত্রাবাসের ১১৫ জন শিক্ষার্থীর (৬৫ জন ছাত্র ও ৫০ জন ছাত্রী) মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়াও ছাত্রাবাসের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় আসবাবপত্র, বিছানা সামগ্রী এবং একটি রেফ্রিজারেটর প্রদান করা হয়। শিক্ষার্থীদের পুষ্টির কথা মাথায় রেখে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের জনগণের পাশে আছে, থাকবে এবং ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে।" তিনি আরও বলেন, বান্দরবান রিজিয়নের আওতাধীন জোনগুলো নিয়মিত অসহায়দের মাঝে আর্থিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল শওকাতুল মোনায়েম। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা আল মুমিন  আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন। আলীকদম প্রেসক্লাবে সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। 

যাযাদি/ এসএম