সমাবেশ ঘিরে উজ্জীবিত চট্টগ্রাম দক্ষিণের নেতা-কর্মীরা
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮

দ্রæত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা,নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইনশৃঙ্খলা উন্নতি, এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা'সহ বিভিন্ন জন-দাবিতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র উদ্যোগে জনসমাবেশ চট্টগ্রামের আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান। প্রধান বক্তা থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন) ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপি'র আহŸায়ক আলহাজ ইদ্রিস মিয়া ও সঞ্চালনা করবেন দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। এতে লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে বিএনপি বর্তমান অন্তবর্তী সরকারকে দেখাতে চায় মানুষ এখন কেবলই জাতীয় নির্বাচন চায়।
এদিকে এ সমাবেশের মধ্যদিয়ে ইতিহাস গড়তে চায় দক্ষিণ জেলা বিএনপি। আনোয়ারায় ১৬ বছর পর দলটির বিশাল সমাবেশের আয়োজনে উজ্জীবিত নেতা-কর্মীরা। সমাবেশ ঘিরে আনোয়ারাসহ ৮ উপজেলায় চলছে প্রস্ততি সভা। সড়কে নির্মাণ করছেন তোরণ লাগাচ্ছেন ব্যানার-ফেষ্টুন। সমাবেশ উপলক্ষে বিভিন্ন উপজেলা সদর, ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। এই সমাবেশ সফল করতে দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ইউনিট কাজ করছে।
দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির বলেন, এ সমাবেশে ১৬ বছর ফ্যাসিবাদের ধাবিয়ে রাখা জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। তৃণমূল নেতা কর্মীদের মাঝে আনন্দের শেষ নেই, দক্ষিণ জেলার প্রতিটি কলেজ থেকে মিছিল নিয়ে ছাত্ররা আসবে। সমাবেশ সফল করতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন দিন-রাত মাঠে কাজ করছে। এই সমাবেশ জনসমুদ্রে রুপ নেবে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বিএনপি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশের এখন বড় সমস্যা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া এসব সমস্যা সমাধান করা যায় না। নির্বাচন নিয়ে ফ্যাসিবাদের নানা চক্রান্ত চলছে, তাই জনসাধারণকে সাথে নিয়ে সঠিক সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করা হচ্ছে।
যাযাদি/ এমএস