কুলিয়ারচরে পৃথক ঘটনায় ব্যবসায়ী ও কিশোরীসহ তিন জন নিহত
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যবসায়ীর গলা কাটা, কিশোরীর ঝুলন্ত লাশ ও সড়ক দুর্ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম উবায়দুল্লাহ পাইলট। তার গ্রামের বাড়ি পশ্চিম তারাকান্দি গ্রামে। সেবাজরা বাস্টষ্ট্যান্ডে চাউল,এল.পি গ্যাস ও গো খাদ্যের ব্যবসা করত।
এছাড়া একই এলাকার ফারুক মিয়ার মেয়ে মুন্না আক্তারের (১৫) মরদেহ উদ্ধারকরছে পুলিশ। স্থানীয়রা জানায় বুধবার রাত ৯ টার দিকে ব্যবসায়ী কাজ শেষে উবায়দুল্লাহ পাইলট বাড়ির যাওয়ার পথে দূবৃত্তরা তাকে গলা কেটে হত্য করে রাস্তার পাশে রাখে যায়। স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকেখবর দিলে পুলিশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
এদিকে কুলিয়ারচরের নোয়াকান্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় গত কাল বৃহস্পতিবার। কুলিয়ারচর থানার অফিসার জানায় লাশময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
যাযাদি/ এমএস