সরকারি লালন শাহ কলেজের বার্ষিক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১

ঝিনাইদহের হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল দশটায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুজ্জামান।বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন আহবায়ক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মোঃ মহব্বত আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুর রকিব।
সভাপতিত্ব করেন বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক মোঃ আশিকুর রহমান। হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ ,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপন,য সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সহ শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।’
যাযাদি/ এম