কালিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২

নড়াইলের কালিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়। দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে কালিয়া শিল্পকলা একাডেমিক হলরুমে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান মিঞা, এটিও মুজিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোল্লা শাহীদ আলী, উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক পুলক কুমার ঘোষ প্রমূখ।
যাযাদি/ এসএম