কাশিয়ানী সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাসচালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্নকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসচালক মন্টু শেখ (৫৩) ও সুপারভাইজার আরিফ হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ওই বাস দুটি হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে ঢাকা হতে খুলনা অভিমুখী একটি টঙ্গীপাড়া এক্সপ্রেস যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব ১৫-৬৫৯৪ একই দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব-১৪-৬৬৪৯ পিছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে টুংগীপাড়া এক্সপ্রেস ড্রাইভার গোপালগঞ্জ জেলা সদরের গোবরা গ্রামের মোঃ মুনসুর আলী শেখের ছেলে মোঃ মন্টু শেখ (৫৩) পিতা:- মনসুর আলী শেখ , ওই বাসের সুপারভাইজার মোঃ আরিফ (৪৫), পিং-অজ্ঞাত, ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
কাশীয়ানি থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ, ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ করেন । এসময়ের কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউদ্দিন খানের নেতৃত্বে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
যাযাদি/ এসএম