নানা জটিলতায় পন্ড সিংগাইরের ‘সাধুর মেলা’

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পুলিশ ও এলাকাবাসীর বাধাঁয় পণ্ড হয়ে গেছে মানিকগঞ্জের সিংগাইরের আজিমপুর দরবার শরীফের সাধুর মেলা। সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের প্রথম স্বামী প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার স্মরণে প্রতি বছর তিনদিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পৌর এলাকার আজিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় দরবার শরীফের দুজন ভক্তকে মারধর করা হয়। এছাড়া নিরাপত্তার কারণে রশিদ সরকারের স্ত্রী শিরিন রশিদ ও ছেলে দরবার শরীফের বর্তমান গদীনসীন পীর সাবেক পৌর মেয়র আবু নাঈম মো: বাশারের স্ত্রী শাহানারা আক্তারসহ ৮ জন ভক্তকে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে মেলা না করার শর্তে সন্ধার দিকে থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজিমপুর ফকির মওলা দরবার শরীফের বর্তমান গদীনসীন পীর সাবেক পৌর মেয়র আবু নাঈম মো: বাশার। তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাশার পলাতক রয়েছেন। দরবার শরীফের খাদেম নুরু পত্তনদার ও ভক্ত বাউল শিল্পী আনোয়ার সরকার বলেন, প্রায় অর্ধশত বছর ধরে আজিমপুর ফকির মওলা দরবার শরীফে সাধুর মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী মেলা শুরু হয়। 

মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ জড়ো হন। বর্তমান দেশের প্রেক্ষাপট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বছর মেলাটি ছোট পরিসরে আয়োজন করা হয়। দুপুরের দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠুর নেতৃত্বে গোবিন্দল গ্রামের কয়েকশত লোক মেলায় ভক্তদের আসতে বাধাঁ দেন। এসময় শাহা আলম ও মোশারফ হোসেন নামে দরবার শরীফের দুই ভক্তকে মারধর ও মেলার কার্যক্রম বন্ধ করার হুমকি দিয়ে চলে যায় তারা। এমতবস্থায় আজিমপুর ফকির মওলা দরবার শরীফের ভক্ত বাউল শিল্পী ছোট আবুল সরকার এক ভিডিও বার্তায় মেলা বন্ধ ঘোষণা করেন। তিনি ভক্তবৃন্দদের মেলায় না আসার জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু বলেন, কিসের মেলা? এটা হলো গাঁজার মেলা। সেখানে অসামাজিক কার্যকলাপ হয়। গাঁজার মেলা নিয়ে দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্য ক্ষোভ বিরাজ করে আসছিল। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা উত্তেজিত হয়ে গাঁজার মেলা বন্ধ করতে যান। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আজিমপুর ফকির মওলা দরবার শরিফে সাধুর মেলাকে কেন্দ্র করে ভক্ত ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় মেলাটি বন্ধ করে দেওয়া হয়। আর নিরাপত্তার কারণে রশিদ সরকারের স্ত্রী শিরিন রশিদ ও ছেলে সাবেক পৌর মেয়র আবু নাঈম মো: বাশারের স্ত্রী শাহানারা আক্তারসহ ৮ জন ভক্তকে থানা হেফাজতে রাখা হয়। পরিস্থিতি শান্ত হলে সন্ধার দিকে মেলা না করার শর্তে দরবারের ভক্ত বাউল শিল্পী আবুল সরকারের জিম্মায় তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। 

উল্লেখ্য: বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি মারাযান। তাকে আজিমপুর ফকির মওলা দরবার শরিফে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়। দরবার শরীফের বর্তমান গদীনসীন পীর রশিদ সরকারের ছেলে সাবেক পৌর মেয়র আবু নাঈম মো: বাশার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাশার পলাতক রয়েছেন।


যাযাদি/ এমএস