সংস্কার বন্ধ করে অবিলম্বে নির্বাচন দিতে হবে : মাহবুব উদ্দিন খোকন
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথের উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে কুমিল্লার চান্দিনার ছয়ঘড়িয়া মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক জনসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র বিএনপি জামায়াত সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাশাসক আওয়ামী লীগের পতন ঘটাই, অনতিবিলম্বে সংস্কার বন্ধ করে দ্রুত নির্বাচন দিতে হবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম তারেক মুন্সির সঞ্চালনায় ও কুমিল্লা উত্তর জেলার আহবায়ক মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসেম,যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মোঃ আব্বাস উদ্দিন কমান্ডার, মোঃ আতিকুল আলম শাওন,যুগ্ম মোঃ মহিউদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস