চাটখিলে দৃষ্টি নান্দনিক মসজিদ উদ্বোধন
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৬

চাটখিল উপজেলার বক্তারপুর-রমাপুর ও পূর্বগোবিন্দপুরস্থ বাগে ইব্রাহীম দারুল আযহার মাদরাসার সম্মুখে আধুনিক দৃষ্টি নান্দনিক স্থাপত্যশৈলীর নবনির্মিত আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জামে মসজিদের কার্যক্রম গতকাল শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।
বক্তারপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ইউসুফ’র উদ্যোগে এবং ইব্রাহিম নীট গার্মেন্টসের অর্থায়নে ৩ তলা বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী জুমায় ঢাকার খতিব মুফতি সামছুল হকের ইমামতিতে নামাজ আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তাফা কামাল সহ এলাকার গন্যমান্য ও রাজনৈতিক, সামাজিক নেত্রীবৃন্দ। উক্ত নামাজে দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি এসে নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসল্লি মিজানুর রহমান জানান, চাটখিল উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ এটাই হবে। তিনি উদ্যোক্তা আলহাজ¦ মোহাম্মদ ইউসুফ সাহেবকে ধন্যবাদ দিয়ে বলেন, এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায়ের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্বলিত মসজিদ নির্মাণ করেছেন।
মসজিদ নির্মাণে সার্বিক তত্তাবধায়নে থাকা উদিয়মান সমাজসেবক কাউছার আহমেদ কাজল জানান, ২০২৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এ বছর পবিত্র মাহে রমজানে যেন রোজাদাররা সুন্দরভাবে ইবাদাত বন্দেগী করতে পারে এ জন্য দ্রæততার সহিত মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধনী জুমায় আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ বলেন, এলাকার মুসল্লিদের এবাদত বন্দেগীর সুবিধার্থে এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাই এলাকার সকলের মসজিদ মনে করে রক্ষণাবেক্ষন করার জন্য সকলকে আহবান জানান।
উল্লেখ্য, নামাজ শেষে সকল মুসল্লিদের জন্য মেজবানের আয়োজন করা হয়।
যাযাদি/ এম