বীরগঞ্জে ট্রাকচাপায় মটর সাইকেল আরোহী নিহত
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় মানিক ইসলাম (২৪) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মিথিল (২২)নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় এবং পরে যান চলাচল স্বাভাবিক করেন।
নিহত মানিক ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড তুলাডাঙ্গার সালাউদ্দিন হোসেনের ছেলে। আহত মিথিল একই এলাকার মনির হোসেনের ছেলে। পরস্পরে তারা দীর্ঘদিনের বন্ধু ছিলেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জননী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, দিনাজপুর থেকে মোটর সাইকেলে যোগে নিজবাড়ী পঞ্চগড় র্ফিরছিলেন মানিক ইসলাম ও মিথিল। পথে বীরগঞ্জ পৌর শহরের জননী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় একটি দ্রæতগামী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিথিলকে উদ্ধার পর বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফারায় সার্ভিসের কর্মীরা। অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কাজ করছে পুলিশ।
যাযাদি/ এসএম